স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে, তখন তাদের কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। তখন নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজদিয়া আব্দুল জব্বার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন মূলত জনগণের ওপর নির্ভর করে। এরপর অংশগ্রহণকারী রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করে। জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন কোনো বাধাই কার্যকর হবে না। রাজনৈতিক দলগুলো যদি সহাবস্থানে থেকে নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে সেটি সবার জন্যই ভালো।
সাংবাদিকদের ভূমিকার কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এতে একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ গড়ে উঠবে।
কৃষি প্রসঙ্গে তিনি বলেন, চলতি মৌসুমে আলু চাষে অনেক কৃষক লোকসানের মুখে পড়েছেন। তবে লোকসান সত্ত্বেও কৃষকরা আবার আলু রোপণে এগিয়ে এসেছেন। সরকার কৃষকদের জন্য প্রণোদনার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। তিনি আরও জানান, আলুতে লোকসান হলেও চলতি বছর ধান উৎপাদনে ভালো ফলন হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক নূরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পড়ুন- খুলনা আদালত চত্বরে জোড়া খুন, অন্যতম আসামি ইজাজুল গ্রেফতার
দেখুন- চীন জিতে যাবে?


