দ্রুত পদোন্নতির প্রজ্ঞাপন জারির দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয় অবরুদ্ধ করেছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। সিনিয়র সচিব মোখলেস উর রহমান তাদের সাথে আলাপ করতে চাইলে উত্তেজিত হয়ে পড়েন তারা।
পরে সচিব জানান, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রতিবেদন আসার একদিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে।
সকাল থেকে উল্লেখিত মন্ত্রণালয়ের বারান্দা অবরুদ্ধ করে অবস্থান নেয় বিগত সরকারের আমলে বিভিন্ন সময় বঞ্চিত কর্মকর্তারা।
গত মঙ্গলবার সরকারি ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ করে প্রধান উপদেষ্টার নিকট প্রতিবেদন জমা দেয় সংশ্লিষ্ট পর্যালোচনা কমিটি। দুই কার্যদিবস পেরিয়ে গেলেও প্রজ্ঞাপন জারি না হওয়ায় ক্ষুব্ধ বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম।
এ নিয়ে জনপ্রশাসন সিনিয়র সচিব মোখলেস উর রহমান তাদের সাথে আলোচনা করতে চাইলে লাঞ্চিত হন। পরে তিনি জানান, সরকার তাদের বিষয়ে আন্তরিক। তবে, দাবী না মেনে নেয়া পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বারান্দা না ছাড়ারও হুমকি দেন তারা।