19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

জবি ছাড়লেও গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকছে ২৩ বিশ্ববিদ্যালয়

গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এরপর বাকি ২৩ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ থাকবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তবে গুচ্ছে থেকে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে একমত হয়েছে ২৩ বিশ্ববিদ্যালয়।

সেশনজট, মাইগ্রেশন সহ নানামুখী জটিলতার ব্যখ্যায় গুচ্ছ নয় বরং স্বতন্ত্র ভর্তি প্রক্রিয়ায় এগুতে চায় জগন্নাথ বিশবদ্যিালয়। ইতমধ্যে ১ ডিসেম্বর থেকে  শুরু হয়েছে আবেদন  প্রক্রিয়া যা চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ জানুযারি।

যদিও তাদের এমন সিদ্ধান্তের কারেণ ধোয়াশা তৈরী হয়েছিলো বাকি ২৩ টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছে থাকা না থাকা প্রসঙ্গে। তবে সংশয় কাটে বাকি ২৩ বিশ্ববিদ্যালয়ের প্রথমিক অলোচনার খবরে। বলা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় না থাকলেও বাকি ২৩ টি বিশ্ববিদ্যলয় নেবে সমন্বিত ভর্তি পরীক্ষা।

বৈঠক সূত্রে জানাগেছে, প্রাথমিক এ সিদ্ধান্তে উপনীত হয়েছি বিশ্ববিদ্যালয়গুলো। শিগগিরিই  আরেকটি সভা করে করে  চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই পরীক্ষা নিয়ে দ্রুত ভর্তি প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের।

টিএ/

দেখুন: দাবি মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহার করলেন জবি শিক্ষার্থীরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন