24 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় চিকিৎসকসহ নিহত ৭

ভারতের জম্মু-কাশ্মীরের গান্দেরবাল জেলায় একটি নির্মাণ সাইটে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৬ জন নির্মাণশ্রমিক এবং একজন চিকিৎসক নিহত হয়েছেন।

আজ সোমবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার রাতে সন্ত্রাসীরা একটি বেসরকারি কোম্পানির ক্যাম্প হাউজিং কর্মীদের ওপর অতর্কিত গুলি চালায়। ইতোমধ্যে ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও সেনাবাহিনী। সেইসঙ্গে সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু হয়েছে। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

জম্মু-কাশ্মীরের সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এই হামলাকে ‘নৃশংস ও কাপুরুষোচিত’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘এই এলাকায় শ্রমিকেরা একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে কাজ করছিলেন। আমি নিরস্ত্র লোকদের ওপর এই হামলার তীব্র নিন্দা জানাই।’

জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন, ‘পুলিশ, সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। এই ঘৃণ্য কাজের পেছনে যারা- তারা শাস্তি পাবে।’

পুলিশ জানিয়েছে, রবিবার রাত ৮টা ১৫ মিনিটের দিকে বেসরকারি এক সংস্থার ওই ক্যাম্পে ঢুকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালাতে শুরু করে হামলাকারীরা। মৃতদের তালিকায় রয়েছেন বুদগামের চিকিৎসক শাহনাওয়াজ।

বাকি ৬ জন নিহত শ্রমিক হচ্ছেন- পাঞ্জাবের গুরুদাসপুরের গুরমিত সিং, বিহারের ইন্দর যাদব, কাঠুয়ার জগতার সিং, মোহন লাল, কাশ্মিরের ফয়েজ আহমেদ লোন ও জাহুর আহমেদ লোন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন