১৪/০১/২০২৬, ৫:৪৪ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১৪/০১/২০২৬, ৫:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে কর্মসংস্থানে সুযোগ সৃষ্টির লক্ষ্যে চাকরি মেলা ১৮ ডিসেম্বর

বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষ জনশক্তিকে উপযুক্ত কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত করতে জয়পুরহাটে দিনব্যাপী চাকরি মেলার আয়োজন করা হয়েছে। আগামী ১৮ ডিসেম্বরে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে।

জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, প্রবাসী কল্যাণ ব্যাংক (জয়পুরহাট) এবং প্রবাসী কল্যাণ সেন্টার (নওগাঁ)-এর যৌথ উদ্যোগে এ চাকরি মেলার আয়োজন করা হয়।

মেলায় দেশের ২০টি স্বনামধন্য শিল্প ও সেবাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেবেন।

আয়োজকরা জানান, চাকরিপ্রত্যাশীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি), পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা জন্মসনদের ফটোকপি সঙ্গে আনতে হবে।

জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, এবারের চাকরি মেলায় দেশের ২০টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে, যা তরুণদের কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, টিটিসির প্রশিক্ষণার্থীদের পাশাপাশি অন্যান্য দক্ষ তরুণ-তরুণীরাও মেলায় অংশ নিয়ে তাদের পছন্দের প্রতিষ্ঠানে সিভি জমা দিতে পারবেন। এ চাকরি মেলা সকল চাকরিপ্রত্যাশীর জন্য উন্মুক্ত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : নভেম্বরে জয়পুরহাটে ১,৪৩৩টি অভিযান, জব্দ ১১ লাখ টাকার বেশি পণ্য

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন