জয়পুরহাটে ৯ম কাব ক্যাম্পপুরী ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্প উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলা আয়োজনে জয়পুরহাট প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, কাব ক্যাম্প পুরীর প্রচার প্রকাশনা উপকমিটির আহ্বায়ক আব্দুল আলীম, সদস্য সচিব আরমান হোসেন, সদস্য চম্পক কুমার, জয়পুরহাট প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শামীম কাদির, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহফুজার রহমান, রোভার প্রতিনিধি আল মমিন প্রমুখ।
৯ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য কাব ক্যাম্প পুরী ও শতভাগ অর্জনের সংবাদ প্রচারের বিষয়ে পরামর্শ করা হয়। সভায় জানানো হয়, ক্যাম্প পুরীতে জেলা ৬০টি ইউনিটে পাঁচ শতাধিক কাব সদস্য ও দুই শতাধিক শিক্ষক ও লিডার অংশ নিয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

