জয়পুরহাটে টিসিবির মালামাল চুরির মামলায় বম্বু ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের মাজাররোড থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার মনোয়ার হোসেন জয়পুরহাট সদর উপজেলার কড়ই চকপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। তিনি জেলার সদর উপজেলার বম্বু ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ৭ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় বম্বু ইউনিয়ন পরিষদ কার্যালয়ের গুদাম থেকে ছয়টি ভ্যান করে টিসিবির মালামাল চুরি করে অন্যত্র নিয়ে যাওয়া হয়। টিসিবির ওই মালামালগুলো জনগণকে দেওয়া কথা ছিল। স্থানীয় লোকজন ইউপি গুদাম থেকে টিসিবির ওই মালামালগুলো চুরি করে নিয়ে যাওয়ার দৃশ্যের ভিডিও ধারণ করে। ওই ভিডিও বম্বু ইউনিয়নের কড়ই পশ্চিমপাড়া গ্রামের আতাউর রহমানের কাছে পাঠানো হয়। আতাউর রহমান গত ১৭ ফেব্রুয়ারি ভিডিওটি তার ফেসবুকে পোস্ট করেন। এরপর বম্বু ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন তার ফেসবুকে নয় সেকেন্ডের একটি ভিডিও দিয়ে মালামালগুলো টিসিবির বলে স্বীকার করেন। তারপরও প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। এরপর আতাউর রহমান গত ২৬ আগস্ট বম্বু ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোয়ার হোসনসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বাদি আতাউর রহমান বলেন, টিসিবির মালামালগুলো জনগণকে না দিয়ে ইউপি কার্যালয়ের গুদামে রাখা হয়েছিল। সংশ্লিষ্টদের সহযোগিতায় চেয়ারম্যান টিসিবির মালামালগুলো চুরি করে ছয়টি ভ্যানযোগেযোগে অন্যত্র নিয়ে যান। জনগণ সেই দৃশ্যে ভিডিও ধারণ করেন। আমি প্রশাসনের বিভিন্ন দপ্তরে দিয়ে কোন প্রতিকার পাইনি। সম্প্রতি জয়পুরহাট শিল্পকলা একাডেমিতে দুদকের গণশুনানিতে বিষয়টি উত্থাপন করেছিলাম। এরপর থানায় মামলা করেছি।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম বলেন, টিসিবির মালামাল চুরির মামলায় বম্বু ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোয়ার হোসেনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

