আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটকে সামনে রেখে জয়পুরহাট সদর উপজেলা চত্ত্বরে নিরাপত্তা মহড়া দিয়েছে উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের সমন্বয়ে যৌথ বাহিনী।
আজ দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলা পরিষদ চত্বর থেকে এ মহড়া শুরু করে মাঠ পর্যায়ে যায়।
যৌথ বাহিনীর সুত্রে জানা গেছে, জয়পুরহাটে নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ রাখতে এ মহড়া পরিচালনা করা হয়। মহড়ায় নেতৃত্ব দেন জয়পুরহাট সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মুরাদ। এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আশিক-উর-রহমান, র্যাবের ডিএডি ফারুক হোসেন, বিজিবি হাবিলদার মোকলেসুর রহমান, পুলিশের এসআই নজরুল ইসলাম প্রমুখ।
নির্বাচনের আগ পর্যন্ত এ ধরনের টহল ও যৌথ তৎপরতা অব্যাহত থাকবে সেইসাথে যে কোনো অপচেষ্টা কঠোর হাতে দমন এবং ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করায় এ মহড়ার উদ্দেশ্য বলে জানা গেছে।


