১৪/০১/২০২৬, ২২:৪৪ অপরাহ্ণ
20 C
Dhaka
১৪/০১/২০২৬, ২২:৪৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে বিএনপি-জামাতসহ ৭জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ

জয়পুরহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়েতসহ ৭জন এমপি পদপ্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সোমবার সকাল ১০টায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান। এ নির্বাচনে রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর। এখন পর্যন্ত কোন প্রার্থী মনোনয়ন জমা দেননি। এছাড়াও জেলার ভোটার সংখ্যা চূড়ান্ত হবে আগামী ২৫ ডিসেম্বর। তবে এখন পর্যন্ত ৮ লাখ ১৭ হাজার ৯৬৬জন ভোটার সংখ্যা দাঁড়িয়েছে বলে জানাগেছে।

বিজ্ঞাপন

জয়পুরহাট-১ আসন থেকে দলীয় মনোনয়ন উত্তোলন করেছেন, বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জামায়েতের ইসলামীর মনোনীত প্রার্থী জেলা জামায়েতের আমীর ডা. ফজলুর রহমান সাঈদ। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন উত্তোলন করেছেন, শহরের বুলুপাড়ার আকাম উদ্দিন মন্ডলের ছেলে জালাল উদ্দিন মন্ডল এবং সদর উপজেলার কড়ই পশ্চিমপাড়ার আব্দুল মান্নান মন্ডলের ছেলে আতাউর রহমান বলে জানাগেছে।

এ আসনে পৌরসভাসহ মোট ইউনিয়নের সংখ্যা- ১৭। ভোটকেন্দ্রের সংখ্যা- ১৫১টি। ভোটকক্ষের সংখ্যা- ৯০২, এর মধ্যে স্থায়ী- ৮৪৭, অস্থায়ী- ৫৫। মোট ভোটের সংখ্যা- ৪ লাখ ৬৬ হাজার ৩৯৪জন, এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩২ হাজার ০৮৪জন, মহিলা ভোটার ২ লাখ ৩৪ হাজার ৩০২জন ও হিজড়া ভোটার ৮টি রয়েছে। তবে এখন পর্যন্ত ভোটার সংখ্যা চূড়ান্ত হয়নি।

অন্যদিকে, জয়পুরহাট-২ আসন থেকে দলীয় মনোনয়ন উত্তোলন করেছেন, বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সচিব আব্দুল বারী, জামায়েতের ইসলামীর মনোনীত প্রার্থী জেলা জামায়েতের সহকারী সেক্রেটারী এস এম রাশেদুল আলম। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন উত্তোলন করেছেন, জেলার মাহমুদপুর ইউপির ধানতলা গ্রামের হযরত আলীর ছেলে ও বিএনপির সাবেক ছাত্রনেতা আব্বাস আলী বলে জানাগেছে।

এ আসনে পৌরসভাসহ মোট ইউনিয়নের সংখ্যা- ১৫। ভোটকেন্দ্রের সংখ্যা- ১০৩টি। ভোটকক্ষের সংখ্যা- ৬৯৭, এর মধ্যে স্থায়ী- ৬৫০, অস্থায়ী- ৪৭। মোট ভোটের সংখ্যা- ৩ লাখ ৫১ হাজার ৫৭২জন, এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ১৭৭জন, মহিলা ভোটার ১ লাখ ৭৭ হাজার ৩৯৩জন ও হিজড়া ভোটার ১টি রয়েছে। তবে এখন পর্যন্ত ভোটার সংখ্যা চূড়ান্ত হয়নি।

পড়ুন- বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই’র উদ্যোগে আনন্দঘন বনভোজন ও বিজয় উৎসব

দেখুন- শেষ পর্যন্ত ঘরেই ফিরছেন আসিফ মাহমুদ, মাহফুজ আলম?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন