বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোক বইয়ে জয়পুরহাটের বিভিন্ন অনুভূতির কথা জানিয়েছেন বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের জনসাধারণরা। আগামী ০৫ জানুয়ারি পর্যন্ত শোক বইয়ে অনুভূতি লেখার জন্য উন্মুক্ত থাকবে বলে দলীয় সুত্রে জানাগেছে।
বিএনপির কেন্দ্রীয় সহ. সাংগঠনিক এ. এইচ. এম ওবায়দুর রহমান চন্দন শোক বইয়ে লেখেছেন, এই পৃথিবীর অন্যতম মহিয়সী নারী, নির্যাতিত নেত্রী গণতন্ত্রের মা সাবেক ৩ বারের প্রধান মস্ত্রি বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করছি। এবং তার ভাল কাজের অছিলায় আল্লাহ বাব্বুল আলামীনের দরবারে জান্নাতুল ফেরদৌস দানের ফরিয়াদ করছি।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম শোক বইয়ে লেখেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধান শোক বইয়ে লেখেছেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান এবং সংগ্রামের স্মৃতি নিশ্চয়ই সংরক্ষিত থাকবে। দেশ ও জনগনের কল্যাণে নিয়োজিত তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।
জয়পুরহাট-২ আসনের ধানের শীষের প্রার্থী আব্দুল বারী শোক বইয়ে লেখেছেন, গনতন্ত্রের মা, ৩বারের সফল প্রধানমন্ত্রী বি,এন,পি চেয়ারপার্সন হিসেবে প্রায় ৪১ বৎসর বাংলাদেশের দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বদানকারী মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর শোকাহত। পরম শ্রদ্ধেয়া ম্যাডাম এর অধীনে আমার প্রধানমন্ত্রীর কার্য্যালয়ে চাকরি করার সুযোগ হয়েছিলো। একমাত্র ভালো মানুষ যিনি দেশ ও দেশের মানুষের কল্যানে যার অমূল্য চিন্তা, চেতনা ও ভাবনা ছিল। তিনি দেশে মানুয়ের ন্যায় বিচার প্রতিষ্ঠা, মানুষের অধিকার জারীর সৎক্ষমতায়ন, সম্পদের সুষম বন্টন এবং একটি মর্যাদাবান জাতি হিসেবে এ দেশকে প্রতিষ্ঠিত করার সর্বোচ্চ চেষ্টা করে গেছেন। এ দেশে গণতন্ত্র প্রতিষ্টার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তিনি শুধু দলের নয় দেশের আপাময় জনতার নির্ভরযোগ্য ও শ্রদ্ধেয় ও বিশ্বাস্ত নেতা হিসেবে …প্রতিষ্ঠিত করেছেন। … তাঁর … জানাযায় সর্বস্তরের মানুষের উপস্থিতি যা বিশ্বের … মুসলিম এর জানাযায় উপস্থিত জনতার চেয়ে …। কোটি মানুয়ের উস্থিতিদে তাঁর … শ্রদ্ধেয় ও বিশ্বাহত আস্থার প্রতি। আমি তার আত্মার মাগফেরাত কামনা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি। তিনি যেন পরম শ্রদ্ধেয় ম্যাডামকে বেহেস্ত এবং সর্বোৎকৃষ্ট … তাঁকে …দান করেন। আমিন।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ ওহাব শোক বইয়ে লেখেছেন, আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চির বিদায়ে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তাঁর মৃত্যু শুধু একটি দলের নয় বরং বাংলাদেশের অপুরনীয় ক্ষতি হয়েছে। তিনি ছিলেন সাহস, সততা ও মানবতার প্রতীক। মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে ছিলেন অবিচল। তার নেতৃত্ব, প্রজ্ঞা ও ত্যাগ আমাদের পথ দেখিয়েছে। তিনি আমাদের মাঝে না থাকলেও তার আর্দশ ও সংগ্রাম আমাদের হৃদয়ে চির জাগ্রত থাকবে।
জেলা নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক ছাব্বির হাসান শোক বইয়ে লেখেছেন, মাদার অফ ডেমোক্রেসি, আপোষহীন নেত্রী বেগম জিয়ার মৃত্যুতে আমরা শোকাহত। গনতান্ত্রিক বাংলাদেশ, ইনসাফ ভিক্তিক দেশ গঠনে বেগম জিয়ার অবদান ছিল চিরস্মরণীয়। নাগরিক ছাত্র ঐক্য জয়পুরহাট জেলা শাখা পরিবার বেগম জিয়ার আর্দশের সর্বদা অবিচল থাকবে। আমরা বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করি। তিনি আমাদের মাঝে রয়ে যারে অনন্তকাল।
এ বিষয়ে জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন জানান, দলীয় সিদ্ধান্ত মোতাবেক আগামী ০৫ জানুয়ারি পর্যন্ত বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোক বইয়ে অনুভূতি লেখার জন্য সবার উন্মুক্ত থাকবে বলে জানান তিনি।
পড়ুন- পৌষের শীতে কাঁপছে দেশ, আরও শৈত্যপ্রবাহের আভাস
দেখুন- এখনো নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি: মুফতি আমির হামজা


