বাংলাদেশের ৩ বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যানপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় জয়পুরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা জাতীয়তাবাদী রিকশা, ভ্যান অটো চালক দলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় জেলা জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালক দলের আহবায়ক হাসান আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল, জয়পুরহাট জজ কোর্টের জিপি এ্যাড. সালামত আলী, পিপি এ্যাড. শাহানুর রহমান শাহিন, জেলা জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সাঈদ, যুগ্ম আহবায়ক নেওয়াজ মোরশেদ নোমান ও মাহবুবুল আলম উকিলসহ সংগঠনের নেতৃবৃন্দরা।
দোয়া পরিচালনা করেন জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক মাওলানা লোকমান হোসেন। শেষে তবারক বিতরণ করা হয়।
পড়ুন: মেহেরপুরে নিখোঁজের ৩ দিন পর নারীর মরদেহ উদ্ধার
দেখুন: শুধু গাঁজা সেবন করতে থাইল্যান্ড যেতে বারণ
ইম/


