ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে জয়পুরহাটে ৭ হাজার ৪৭৪ জন প্রবাসী ভোটার অনুমোদন পেয়েছেন। এর মধ্যে পুরুষ ৫ হাজার ৯৭৩ জন এবং নারী ১ হাজার ৫২৫ জন। অনুমোদনের অপেক্ষায় রয়েছেন আরও ২৪ জন।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, জেলার ৭ হাজার ৪৯৮ জন প্রবাসী পোস্টাল ভোটে নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে জয়পুরহাট-১ আসনে নিবন্ধিত প্রবাসী ভোটার ৪ হাজার ১১ জন। তাদের মধ্যে ৪ হাজার ৬ জন অনুমোদন পেয়েছেন এবং পাঁচজনের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে জয়পুরহাট-২ আসনে পোস্টাল ভোটে নিবন্ধন করেছেন ৩ হাজার ৪৭৬ জন প্রবাসী। এর মধ্যে ৩ হাজার ৪৬৮ জনের আবেদন অনুমোদিত হয়েছে এবং আটজনের অনুমোদন এখনও বাকি।
এ ছাড়া জেলার সরকারি চাকরিজীবী, নির্বাচনি কর্মকর্তা, আনসার-ভিডিপি সদস্য ও কারাবন্দিসহ ৫ হাজার ৯৮৪ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। তাদের মধ্যে সরকারি চাকরিজীবী ৪ হাজার ৪০৩ জন, নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ১ হাজার ৪১৪ জন, আনসার-ভিডিপি সদস্য ৭৬ জন এবং কারাবন্দি ৯১ জন। এদের মধ্যে ৫ হাজার ৯৭১ জনের আবেদন অনুমোদিত হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, গত ১৮ নভেম্বর থেকে নির্ধারিত সময়ের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’অ্যাপের মাধ্যমে এসব আবেদন গ্রহণ করা হয়। পোস্টাল ভোটে নিবন্ধিত প্রবাসী ভোটার, আইনি হেফাজতে থাকা ব্যক্তি ও নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ডাকযোগে পাঠানো ব্যালটে ভোট দিয়ে নির্ধারিত ফিরতি খামে তা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে পারবেন।
পড়ুন- খালেদা জিয়া ছিলেন উপমহাদেশের অন্যতম বিনয়ী ও আপসহীন রাজনীতিবিদ: ড. জিয়াউদ্দিন হায়দার
দেখুন- ব্যাংকের নাম ব্যবহার করে গ্রাহককে প্রতারিত করছে ডিএমসি: বাংলাদেশ


