জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবির বিশেষ ক্যাম্পের টহল দলের এক অভিযানে বিএসটিআই অনুমোদনহীন ও লেভেলবিহীন বিপুল পরিমাণ চানাচুরসহ আজিজুল হক নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকালে পাঁচবিবির কাটা চেকপোস্ট এলাকায় তল্লাশি চালিয়ে এই এসব চানাচুর জব্দ করা হয়।
আটক আজিজুল হক বগুড়া সদর উপজেলার চাঁদমোহা হরিপুর গ্রামের মৃত বাবুল মন্ডলের ছেলে।
বিজিবি জানায়, ২০-বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের পাঁচবিবি বিশেষ ক্যাম্পের কাটা চেকপোস্ট হাবিলদার শাহ আলমের নেতৃত্বে একটি টহল দল তল্লাশি অভিযান পরিচালনা করছিল। এ সময় একটি মহেন্দ্র অটো গাড়িতে তল্লাশি চালিয়ে বিএসটিআই অনুমোদনহীন ১৯টি সাদা বস্তায় ৩৭০ প্যাকেট এবং ৯টি পলি বস্তায় ৪০ কেজি খোলা চানাচুর জব্দ করা হয়। জব্দকৃত মোট ৪১০ কেজি চানাচুরের বাজারমূল্য প্রায় ৪৯ হাজার ২০০ টাকা। পণ্যগুলো পরিবহনে ব্যবহৃত ৫ লাখ টাকা মূল্যের মহেন্দ্র অটো গাড়িটিও জব্দ করা হয়েছে।
এই ঘটনায় গাড়ির চালক আজিজুল হককে আটক করা হয়েছে। আটককৃত আসামি ও জব্দকৃত মালামালের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
পড়ুন- জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
দেখুন- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলসহ ৫ দফা দাবি ছাত্র অধিকার পরিষদের


