১৪/০১/২০২৬, ২:২৪ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৪/০১/২০২৬, ২:২৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে প্রার্থিতা ফিরে পেলো এবি পার্টির প্রার্থীরা

আপিলের প্রার্থিতা ফিরে পেয়েছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবি পার্টির প্রার্থী জয়পুরহাট-১ আসনের সুলতান মোঃ শামছুজ্জামান এবং একই দলের জয়পুরহাট-২ আসনের প্রার্থী এস, এ জাহিদ। রোববার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট-২ আসনের এবি পার্টির প্রার্থী এস, এ জাহিদ লিখিত বক্তব্যে জানান, আমি বিশ্বাস করতাম, সত্য ও ন্যায়ের পথে থাকলে যেকোনো বাঁধা সাময়িক। আলহামদুলিল্লাহ, ন্যায় অবশেষে প্রতিষ্ঠিত হয়েছে। জয়পুরহাট-২ আসনের মানুষের অধিকার, উন্নয়ন ও সম্মান নিশ্চিত করতে কাজ করে যাবো।

চলতিমাসে ৩ তারিখে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আল-মামুন মিয়া দুই আসনে মোট সাতজন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। এর মধ্যে সুলতান মো. শামছুজ্জামানের হলফনামায় স্বাক্ষর না থাকা এবং জয়পুরহাট-২ আসনের প্রার্থী এস, এ জাহিদের হলফনামায় স্বাক্ষর না থাকা ও আয়কর রিটার্ন দাখিল না করাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়। পরে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে তারা নির্বাচন কমিশনে আপিল করেন। সেখানে সুলতান মোঃ শামছুজ্জামানের আপিল নম্বর ছিল ৮০/২০২৬ এবং এস, এ জাহিদের আপিল নম্বর ছিল ৭৮/২০২৬।

উল্লেখ্য, জয়পুরহাটের দুটি আসনে মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে সাতজনের মনোনয়নপত্র বাতিল হলেও পাঁচজন প্রার্থী বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন।

পড়ুন- নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার ও ভিডিপি নিয়োজিত থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেখুন- তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত: হতাশায় নেতাকর্মীরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন