১৩/০১/২০২৬, ১৭:৫৪ অপরাহ্ণ
26 C
Dhaka
১৩/০১/২০২৬, ১৭:৫৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে গাঁজা ও টাকাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

জয়পুরহাটে বিপুল পরিমাণ গাঁজা ও টাকাসহ চম্পা হরিজন (৩৭) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। সোমবার বিকাল সাড়ে ৫টায় শহরের বিশ্বাসপাড়া রেলবস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় আরও দুইজন পালিয়ে যায়। অভিযানে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও ৮০ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আটককৃত চম্পা রানী হলেন শহরের বিশ্বাসপাড়া রেলবস্তি এলাকার বাসিন্দা মিঠুন হরিজনের স্ত্রী বলে জানাগেছে।

অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেনের নেতৃত্বে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস, জয়পুরহাট অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার মেজর ওয়াজেদুল ইসলাম, ক্যাপ্টেন ওয়ালিদ মুরাদ, জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানসহ সেনাবাহিনী সদস্য ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ন্যায় জয়পুরহাট জেলা পুলিশ ও সেনাবাহিনীর সাথে যৌথভাবে সন্ত্রাস বিরোধী এবং যাদের কাছে অবৈধ অস্ত্র আছে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত পাশাপাশি মাদকের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান পরিচালিত হচ্ছে।

তিনি আরও জানান, আটককৃত নারী মাদক ব্যবসায়ী চম্পা রানী দীর্ঘদিন যাবৎ গাঁজা বিক্রি করে আসছিলেন। বেচাকেনার মুহূর্তে তাকে হাতেনাতে আটক করা হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন- রাজবাড়ীতে অতি দরিদ্র অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ

দেখুন- প্রতিবেশী রাষ্ট্রের সাথে প্রতিবেশীমূলক সম্পর্কই থাকবে: জামায়াত আমির

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন