৩০/০১/২০২৬, ৩:১৮ পূর্বাহ্ণ
19 C
Dhaka
৩০/০১/২০২৬, ৩:১৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে দুই আসনে বৈধ প্রার্থী ৮, প্রত্যাহার ৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট জেলার দুইটি সংসদীয় আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে আট জনে। এর মধ্যে জয়পুরহাট-১ আসনে পাঁচ জন এবং জয়পুরহাট-২ আসনে তিন জন প্রার্থী রয়েছেন। আর শেষ দিন পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করেছে তিনজন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মো. আল-মামুন মিয়া এর স্বাক্ষরিত চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির দলীয় প্রার্থী মাসুদ রানা প্রধান, জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী ফজলুর রহমান সাঈদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এর প্রার্থী তৌফিকা দেওয়ান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর প্রার্থী ওয়াজেদ পারভেজ এবং স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার।

অন্যদিকে, জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির দলীয় প্রার্থী আব্দুল বারী, জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী এস এম রাশেদুল আলম এবং এবি পার্টির মনোনীত প্রার্থী এস এ জাহিদ।

এদিকে, ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ জোটের সিদ্ধান্ত অনুযায়ী জয়পুরহাট-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন এবং একই আসনের এবি পার্টির মনোনীত প্রার্থী সুলতান মো. শামছুজ্জামান তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

তবে জোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে জয়পুরহাট-২ আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী এস এ জাহিদ নির্বাচনী মাঠে থাকার কথা জানিয়েছেন। তিনি বলেন, জনসাধারণের ভোটাধিকার নিশ্চিত করতেই তিনি নির্বাচনে অংশ নেবেন।

এ ছাড়া দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য রেখে জয়পুরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ইঞ্চি গোলাম মোস্তফা।

পড়ুন- সরকার জুলাই সনদ বাস্তবায়নে ব্যস্ত!অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ: রিজভী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন