১৪/০১/২০২৬, ১৫:০৫ অপরাহ্ণ
23 C
Dhaka
১৪/০১/২০২৬, ১৫:০৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে ৪৫৭ ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত

জয়পুরহাটে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সোমবার (৩১ মার্চ) সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেছেন কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আল আমিন।

বিজ্ঞাপন

এসময় পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, কেন্দ্রীয় ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরী এর স্বামী ইঞ্জিনিয়ার নূরুদ্দিন ফয়সাল, অতিরিক্ত জেলা প্রশাসক মোহা: সবুর আলী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানসহ বিভিন্ন পর্যায়ের মুসল্লিরা জামাতে অংশ নেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত আদায় করতে পেরে শুকরিয়া জানিয়েছেন মুসল্লিরা।

নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। একইসঙ্গে ফিলিস্তিনিদের প্রতি সমবেদনা জানানো হয়। এছাড়াও পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।

জয়পুরহাটে প্রধান ঈদ জামাত ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে আইন শৃঙ্খলা বাহিনী।

জেলার সদরে ১৩১টি, পাঁচবিবিতে ১১১টি, কালাইয়ে ৬৯টি, ক্ষেতলালে ৫৭টি ও আক্কেলপুরে ৮৯টি ঈদগাহসহ মোট ৪৫৭ টি মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছর বলে জেলা ইসলামিক ফাউন্ডেশন সুত্রে জানাগেছে।

এদিকে, ঈদের দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় জয়পুরহাট জেলা মডেল মসজিদে অনুষ্ঠিত হয়েছে। সেখানে মসজিদের তৃতীয় তলায় মহিলাদের নামাজের ব্যবস্থা করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরী।

এনএ/

দেখুন: জয়পুরহাটে হস্তান্তরের আগেই নতুন স্কুল ভবনে ফাটল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন