১৫/০১/২০২৬, ০:০১ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১৫/০১/২০২৬, ০:০১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে ৭টি প্রতিষ্ঠানসহ জরিমানা ৫৩ হাজার ৯০০ টাকা ও দুইজনকে কারাদণ্ড

জয়পুরহাটে বিশেষ টাস্কফোর্সে বাজার তদারকিসহ বিভিন্ন আইনে ০৭টি প্রতিষ্ঠানসহ জরিমানা ৫৩ হাজার ৯০০ টাকা ও দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বিজ্ঞাপন

গত ২৪ঘন্টায় জেলার বিভিন্ন এলাকায় বিশেষ টাস্কফোর্সে বাজার তদারকি ও বিভিন্ন আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

সদর উপজেলায় হিঁচমী মোড়ে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে বিভিন্ন ধারায় ৩টি মামলায় ১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ। এদিকে, ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে সদর উপজেলায় পল্লীবিদ্যুৎ সংলগ্ন রাস্তায় বিভিন্ন ধারায় ২ টি মামলায় মোট ৪০০ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন।

অপদিকে, আক্কেলপুর উপজেলায় একজন মাদকসেবীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও একই আইনে একজন মাদক ব্যবসায়ীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। একইসাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ০৩ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তবে তার নাম জানা যায়নি।

এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আক্কেলপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা: মুনিরা সুলতানা।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) আফরোজা আক্তার চৌধুরী জানান, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারকি ও পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এনএ/

দেখুন: জয়পুরহাটে সিসিটিভিতে ধরা পড়লো অভিনব কায়দায় চুরি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন