জয়পুরহাটে ৩৩ বছর আগে জমি কিনেও এখনও দখল নিতে পারেননি আফজাল হোসেন নামে এক ভুক্তভোগী। মঙ্গলবার সকাল ১১টায় জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দুর্গাদহ বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে আফজাল হোসেন তার লিখিত বক্তব্যে জানান, ১৯৯২ সালে ভাদসা ইউনিয়নের গুচ্ছগ্রাম পালিবাড়ি এলাকার মৃত রামেশ্বর মাঝির ছেলে শ্রী যোগেশ্বর মাঝির কাছ থেকে পাইকড়দাড়িয়া মৌজার দুর্গাদহ বাজারের রাস্তার পশ্চিম পাশে ৮ শতাংশ জমি ক্রয় করেন তিনি। কিন্তু ভোগদখলের মাত্র আট দিনের মাথায় দিওর গ্রামের মতলেব উদ্দিন সরকার একটি জাল দলিল তৈরি করে জমিটি দখল করে নেন। তখন তাকে প্রাণনাশের হুমকি দিয়ে উচ্ছেদ করা হয় এবং ভাড়াটে সন্ত্রাসী দিয়ে জমিতে প্রবেশে বাধা দেওয়া হয়।
তিনি আরও জানান, প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনো প্রতিকার পাননি। পরে থানায় অভিযোগ দায়ের করলে মামলাটি আদালতে গড়ায়। দীর্ঘদিন আইনি প্রক্রিয়া শেষে নিম্ন আদালত থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত চার দফায় মামলার রায়ে তার পক্ষেই রায় দেন আদালত। সর্বশেষ ২০২২ সালে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ২৪ এপ্রিল জমি দখলের অনুমতিও পান তিনি।
কিন্তু প্রভাবশালী বিবাদী তৎকালীন শাসকদল আওয়ামী লীগের নেতাকর্মী ও সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে তাকে জমি দখল নিতে বাধা দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী আফজাল হোসেন।
তিনি সরকারের কাছে দ্রুত তার ক্রয়কৃত জমির দখল ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
পড়ুন: পঞ্চগড়ে জুযার ৮শত টাকার জন্য আলোচিত পাহারাদার ডুবু হত্যা
দেখুন: পঞ্চগড়ে যৌথ রিট্রিট প্যারেড করেছে বিজিবি-বিএসএফ
ইম/


