27 C
Dhaka
শনিবার, মার্চ ১৫, ২০২৫

জাতিকে অস্থিরতার মধ্যে না রেখে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন : ফখরুল

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার লাকশাম পৌর স্টেডিয়ামে স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে বিএনপির মহাসচিব বলেছেন, আমরা আজকে সবাই কিন্তু অস্থির অবস্থায় আছি। ঠিক জানি না কখন, কোথায় কী হচ্ছে। বুঝতেও পারছি না। এই জায়গা থেকে আমি অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ইউনূসকে অনুরোধ করবো- জাতিকে অস্থিরতার মধ্যে না রেখে দয়া করে খুব দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন।

মির্জা ফখরুল বলেন, অন্যান্য রাজনৈতিক দলকে অনুরোধ করবো- এমন কোনো কথাবার্তা বললেন না যাতে জাতির ঐক্য বিনষ্ট হয়। আমরা রাজনৈতিক দল হিসেবে দায়িত্বশীল দলের মতো কাজ করতে চাই। এখনো করি। আমরা অতীতে সরকারে ছিলাম, ইনশাআল্লাহ আবার জনগণের ভোটে সরকারে যাব।

বিএনপির মহাসচিব বলেন, আমাদের নেতা তারেক রহমান স্লোগান দিয়েছেন টেক ব্যাক বাংলাদেশ। আরেকটা স্লোগান দিয়েছেন ফয়সালা হবে রাজপথে। এখন ফয়সালা কোথায় হয়েছে? রাজপথে হয়েছে। ছাত্র-জনতার পদভারে তারা পালিয়ে গেল।

মির্জা ফখরুল বলেন, আপনাদের এই লাকসামের দুজন নেতাকে গুম করে ফেলা হয়েছিল। হিরু এবং পারভেজ। এই দুই নেতার অতি সাজা পাওয়া যায় নাই। তাদের সন্তানরা  আজ এখানে আছে। দীর্ঘদিন তারা তাদের বাবাকে দেখতে পায়নি। তারা প্রতিদিন অপেক্ষায় থাকে তাদের বাবা ফিরে আসবে। এই যে কষ্ট বেদনা,  আমাদের অসংখ্যা নেতাকে গুম করে ফেলা হয়েছে।

তিনি বলেন, আমরা একটা কথা বারবার বলে আসছি, সেই কথাটার অনেকেই সমালোচনা করেন। আমরা বলছি যে তাড়াতাড়ি নির্বাচনটা দেন। কেন বলছি? ভোট যদি তাড়াতাড়ি হয় একটি সরকার আসবে। যে সরকারের পেছনে জনগণ থাকবে। আর জনগণ না থাকলে সে সরকার কি কাজ করতে পারবে? আজকের সরকার যত বড়ই হোক, পেছনে জনগণ থাকতে হবে। আমরা সেজন্যই বলছি আর বিলম্ব না করে নির্বাচন দিন। তার জন্য যতোটুকু পরিবর্তন করা দরকার, যতটুকু সংস্কার দরকার সেইটুকু সংস্কার করে দ্রুত নির্বাচন দিন। আজকে নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে, প্রশাসনকে ঠিক করতে হবে। পুলিশ বাহিনীকে ঠিক করতে হবে। এটা ঠিক করুন। রোড ম্যাপ দিন কবে কবে ভোট হবে, কবে সংস্কার শেষ হবে।

পড়ুন : সরকারের কর্মকাণ্ড সন্দেহের সৃষ্টি করছে: ফখরুল

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন