১৪/০১/২০২৬, ২৩:১১ অপরাহ্ণ
20 C
Dhaka
১৪/০১/২০২৬, ২৩:১১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জাতীয় চ্যাম্পিয়নশিপে চাঁপাইনবাবগঞ্জকে হারিয়ে শেষ ১৬-তে নওগাঁ

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল লীগ ২০২৫ সারাদেশে হোম এন্ড আ্যওয়ায় দ্বিতীয় পর্বের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।

রোববার (১১ অক্টোবর) বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে দ্বিতীয় পর্বের ম্যাচের খেলায় অংশ নেয় নওগাঁ জেলা দল বনাম চাঁপাইনবাবগঞ্জ জেলা দল। জিতলে পরের রাউন্ড। হারলে বিদায়। এমন সমীকরণ ম্যাচে ভাল ফলই বয়ে এনেছে জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হকের শিষ্যরা। লড়াই ও পাল্টা লড়াইয়ে শেষ পর্যন্ত নওগাঁ জেলা দল জয় তুলে নিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে।

এদিনের ম্যাচটি ছিলো নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের জন্য দ্বিতীয় রাউন্ড পার হওয়ার। ম্যাচটিতেই ফলাফল আসতেই হবে। এমন ম্যাচে দু’দল শুরুতেই ছিলো কৌশলী। খেলার প্রথমার্ধে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দলকে এগিয়ে নওগাঁ দলের খেলোয়ার মাসুম। পরে আরো একটি গোল করে ব্যবধান বাড়ায় তানজিদ মাহমুদ। ম্যাচের প্রথমার্ধে নওগাঁ জেলা দল ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। বিরতি থেকে ফিরে সমতায় ফেরার প্রানপণ লড়াই করে চাঁপাইনবাবগঞ্জ। এরমধ্যেই পাল্টা আক্রমনে নওগাঁর খেলোয়াড়রা আরো কয়েকটি গোল করার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। খেলা শেষ হওয়ার কিছু আগে নওগাঁ দলের জালে বল জড়িয়ে গোলের দেখা পায় চাঁপাইনবাবগঞ্জ। এরপর আর কোন গোল আদায় করে নিতে পারেনি দু’দলের খেলোয়াড়রা। নির্ধারণ সময়ে ২-১ গোলের জয় নিয়ে পরবর্তী রাউন্ডে খেলা নিশ্চিত করে নওগাঁ জেলা ফুটবল দল। এ ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন নওগাঁ জেলা ফুটবল দলের তানজিদ মাহমুদ।

বিজ্ঞাপন



এরআগে চাাঁপাইনবাবগঞ্জ জেলার বিপক্ষে তাদের ঘরের মাঠে অংশ নেয় নওগাঁ জেলা দল। সেই ম্যাচে অবশ্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। সে হিসেবে ঘরের মাঠে চাঁপাইনবাবগঞ্জের বিপক্ষে ভাল খেলবে এমনটিই আশা ছিলো অনেক ফুটবল প্রেমীদের।

এদিকে ম্যাচ শুরুর আগে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, জান্নাত আর তিথি, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, নওগাঁ জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, সদস্য মেহেদী হাসান, সুমন আলীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই খেলার আয়োজন করেছে।

পড়ুন : পিআরসহ ৫ দফা দাবিতে নওগাঁয় জামায়াতের স্মারকলিপি প্রদান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন