১৫/০১/২০২৬, ৪:৩১ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৫/০১/২০২৬, ৪:৩১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সুনামগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা। শুক্রবার বিকেল ৩টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা ছিল নেতাকর্মীদের ভিড়ে মুখরিত। ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো শহর।

র‌্যালিটি পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে পথসভায় মিলিত হয়। শহরের প্রতিটি মোড়ে, প্রতিটি রাস্তার ধারে দাঁড়িয়ে মানুষ দেখেছে—তাদের পরিচিত রাজনীতির এক পুরনো চিত্র, আবারও রাজপথে বিএনপির প্রাণচাঞ্চল্য।র‌্যালিতে জেলা বিএনপির বিভিন্ন ইউনিট, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। অনেকেই হাতে ব্যানারে লিখেছেন— “গণতন্ত্র মুক্তির লড়াই চলছে”, “৭ নভেম্বরের চেতনা আমাদের শক্তি”। একাত্মতা, উদ্দীপনা ও প্রতিরোধের বার্তা যেন ভেসে আসছিল জনতার মুখে মুখে।

পথসভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম নুরুল, সদস্য সচিব আব্দুল হক, জেলা বিএনপি নেতা আকবর আলী, নাদের আহমদ, অ্যাডভোকেট শেরেনুর আলী, ফারুক আহমদ লিলু, মোনাজ্জির হোসেন সুজন, জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি সোহেল আহমদ,জেলা যুবদলের সভাপতি মামুনুর রশিদ কয়েস,জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন, সহ-সভাপতি সুন্দর আলী, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন এবং শ্রমিক নেতা মো. গিয়াস উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন,“৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এ দিন সৈনিক ও জনতা ঐক্যবদ্ধ হয়ে জাতিকে রক্ষা করেছিল এক দুঃসময়ে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণার উৎস। র‌্যালি শেষে ট্রাফিক পয়েন্ট এলাকায় ঘণ্টাব্যাপী চলে পথসভা। সেখানে দলের নেতাকর্মীদের চোখেমুখে ছিল দৃঢ় প্রত্যয়—গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার অঙ্গীকার।

বিজ্ঞাপন

পড়ুন : সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শওকতের সমর্থনে নারী সমাবেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন