তোমার আমার বাংলাদেশ, ভোট দিব মিলেমিশে এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় জয়পুরহাটেও জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে জয়পুরহাটে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
আজ সকালে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস আয়োজিত সভায় সভাপতিত্ব জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান। এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার প্রমুখ।

আলোচনা সভায় জুলাই-আগস্ট ২০২৪-এ ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের যে নবযাত্রার সূচনা হয়েছে তাকে ধারণ করে জনগণের ভোটাধিকার ফেরত প্রদান, স্বচ্ছ, অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
পড়ুনঃ জাতীয় নাগরিক পার্টির ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন
দেখুনঃ কেন জাতীয় সঙ্গীত গাইলো না ইরানের ফুটবলাররা
ইম/


