জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট শান্তিপূর্ণভাবে আয়োজন উপলক্ষে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলীয় এবং নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাসমূহে মোবাইল টিম ও ট্রাইকিং ফোর্সের দায়িত্ব পালন করবে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে চাঁদপুরের ইব্রাহিমপুর ইউনিয়নের একটি দুর্গম চরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান কোস্ট গার্ডের ঢাকা জোনাল কমান্ডার মোহাম্মদ ইমতিয়াজ হোসেন।
এ সময় তিনি আরো জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলীয় এলাকায় মোতায়েন রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড বদ্ধপরিকর। নির্বাচন উপলক্ষ্যে¨ গত ১৮ জানুয়ারি মোতায়েন হয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী উপকূলীয় এবং নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ কোস্ট গার্ড মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ড সদস্যগণ ঢাকা জোনের আওতাধীন নারায়ণগঞ্জ, মতলব (উত্তর), চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাসমূহে সর্বমোট ৩৯ টি ভোটকেন্দ্র বিশেষ নজরদারি, নিয়মিত টহল, তাৎক্ষণিক প্রতিক্রিয়ার প্রদর্শনের মাধ্যমে একটি উৎসব মুখর ভোটের পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
সংবাদ সম্মেলনের পূর্বে কোস্ট গার্ড সদস্যরা স্থানীয় ভোটারদের মাঝে সচেতনতামূলক প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনা করে।
উল্লেখ্য, আগামী সংসদ নির্বাচনে চাঁদপুরের ২২ টি ভোট কেন্দ্র রয়েছে নদীর তীরবর্তী দুর্গম চলাঞ্চলে।
পড়ুন- জয়পুরহাটে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত
দেখুন- পাটওয়ারীকে পচা ডিম নিক্ষেপ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ


