১৫/০১/২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১৫/০১/২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল সোমবার সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করে শহর প্রদক্ষিণ করা হয়। এবারের প্রতিপাদ্য ছিলো, ‘দ্বন্দে কোন আনন্দ নেই, আপস করে ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই’। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির।

বিজ্ঞাপন

এসময় অন্যান্য অতিথিদের মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মনোয়ারা বেগম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এমকে মুরাদুজ্জামান, পিপি অ্যাডভোকেট আবদুল মান্নান, জিপি খন্দকার মাহবুবুল আলম রকিব, স্পেশাল পিপি আশরাফুন্নাহার রুবি, প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল সহ জেলা জজ আদালতের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষে আদালত প্রাঙ্গনে লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সুবিধা বঞ্চিত মানুষ কীভাবে বিনামূল্যে ন্যায় বিচারের জন্য আইনগত সহায়তা পাবে সে সম্পর্কে আলোচনা করা হয়।

আলোচনা সভায় গত এক বছরে জেলা লিগ্যাল এইডের কার্যক্রমের পরিসংখ্যান তুলে ধরা হয়। গত এক বছরে ৫৪৮ টি সরকারি মামলা ও এডিআর এর আবেদন জমা পরে। এর মধ্যে ৮১ টি নিষ্পত্তি, বিকল্প পদ্ধতিতে সফল নিষ্পত্তি ১৪২ টি, নথিভুক্ত হয়েছে ১৫১ টি, অপেক্ষমান ১৭৪ টি, পরামর্শ প্রদান করা হয়েছে ৯২৮ জনকে, বিকল্প বিরোধ নিষ্পত্তির ফলে বিচারাধীন বা চলমান মামলার নিষ্পত্তি ১০৯টি এবং এডিআর এর মাধ্যমে ৯৫লাখ ৫৩হাজার ৬৫০টাকা পক্ষগণকে বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানানো হয়।

পড়ুন: শেরপুরে হিমাগার সংকটে বীজ আলু নিয়ে বিপাকে চাষীরা

দেখুন: জিপিএ-৫ পেলেও দেখে যেতে পারেননি তানাজ; স্বপ্ন ছিল ডাক্তার হবার |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন