জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫ ফুটবল প্রতিযোগিতার প্রথম ম্যাচেই জয় দিয়ে যাত্রা শুরু করল স্বাগতিক কুমিল্লা জেলা দল। বুধবার বিকেলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রোমাঞ্চকর লড়াইয়ে ঢাকা বিভাগকে ২–১ গোলে হারিয়েছে তারা।
খেলার শুরু থেকেই মাঠে ছিল দর্শকদের তুমুল উৎসাহ আর দুই দলের দারুণ লড়াই। ২০ মিনিটে মেহেদীর বাঁ পায়ের দুর্দান্ত শটে এগিয়ে যায় কুমিল্লা। ৩২ মিনিটে স্বপনের জোরালো শটে ব্যবধান দ্বিগুণ হয়। বিরতির পর আক্রমণ শাণায় ঢাকা বিভাগ। ৪২ মিনিটে আকাশের লং শটে ব্যবধান কমালেও কুমিল্লার রক্ষণভাগ ও গোলরক্ষক শাকিলের দৃঢ়তায় আর ফিরতে পারেনি অতিথিরা।
মাঠের মাঝখান নিয়ন্ত্রণে ছিল কুমিল্লার মিডফিল্ড। গোলদাতা মেহেদী ও স্বপনের পাশাপাশি ফরোয়ার্ড সাইফুল ও মিডফিল্ডার শামীম ছিলেন পুরো ম্যাচে প্রাণবন্ত। ম্যাচের উদ্বোধন করেন কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ আফাজ উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য আরিফ খান ও আহসান উল্লাহ স্বপন।
অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, “তারুণ্যের উৎসবের মাধ্যমে আমরা তরুণদের খেলাধুলায় যুক্ত করতে চাই। জাতীয় চ্যাম্পিয়নশিপের এই আয়োজন নতুন প্রজন্মের ফুটবলে আগ্রহ আরও বাড়াবে।
পড়ুন: কুষ্টিয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত ২
দেখুন: বন্যা:নোয়াখালী ৯ উপজেলায় পানিবন্দি ২০ লাখ মানুষ
ইম/


