”প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” প্রতিপাদ্য কে সামনে নিয়ে ময়মনসিংহের ত্রিশালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের যৌথ আয়োজনে শনিবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরাফাত সিদ্দিকী।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ত্রিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান সবুজ, সহকারী উপজেলা সমাজসেবা অফিসার এমদাদুল্লাহ প্রমূখ।
পড়ুন- ঠাকুরগাঁওয়ে ২১ টি মনোনয়নের মধ্যে ১৭ টি বৈধ, ৩টি স্থগিত ও বাতিল ১ টি


