23 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪
বিজ্ঞাপন

জানা গেল সাকিবের বোলিং পরীক্ষার সময়

প্রায় দুই দশকের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে বোলিং অ্যাকশন নিয়ে কখনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি সাকিব আল হাসানকে। তবে ক্যারিয়ারের প্রায় শেষপ্রান্তে এসে তাকে পড়তে হলো এমন অভিযোগের মুখে।

সম্প্রতি ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে সমারসেটের বিপক্ষে খেলতে গিয়ে অনফিল্ড আম্পায়াররা তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন। এ ঘটনায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) সাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কবে নাগাদ হতে পারে এই পরীক্ষা, তা জানতেই যোগাযোগ করা হয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তার সঙ্গে। নাম প্রকাশ না করার শর্তে সেই কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান, ‘টন্টনে সারে বনাম সমারসেট ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ করেন অনফিল্ড আম্পায়ার। এই নিয়ে আমরা সাকিবের সঙ্গে কাজ করছি যেন একটা অনুমোদিত ল্যাবে পরীক্ষা নেয়া যায়। এখন পর্যন্ত দিন নির্দিষ্ট না হলেও বলতে পারি, আগামী দুই সপ্তাহের মাঝে বোলিং পরীক্ষা হবে তার।’

তবে এই বোলিং পরীক্ষা কেবলই কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার ক্ষেত্রে প্রযোজ্য। সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ উঠলেও আন্তর্জাতিক ক্রিকেট বা অন্যান্য ঘরোয়া ক্রিকেটে খেলতে তার কোনো বাধা নেই। তাই এই অভিযোগের সঙ্গে আফগানিস্তান সিরিজে সাকিবের না খেলার কোনো সম্পর্ক নেই।

টিএ/

-বিজ্ঞাপন-
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন