জাপান এয়ারলাইন্সের (জেএএল) ওয়েবসাইটে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবায় ব্যাঘাত ঘটেছে।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই তথ্য জানিয়েছে সংস্থাটি। খবর নিউইয়র্ক টাইমসের
জানা গেছে, সমস্যা শুরু হওয়ার ৯০ মিনিট পর রাউটারটি বন্ধ করে দেয়া হয়।
স্থানীয় সময় সকাল ৭টা ২৪ মিনিটে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একটি পুরনো রাউটার থেকে সমস্যাটি তৈরি হয়েছে বলে ধারণা করা হয়েছে। ফলে বৃহস্পতিবারের কোনো টিকিট কাটা যাচ্ছে না।
জাপানের সরকারি সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, এই সাইবার হামলার জন্য সকাল থেকে একাধিক ফ্লাইটের সময় পরিবর্তন করা হয়েছে। তবে কোনও ফ্লাইট বাতিল হয়নি বলে জানিয়েছে তারা। গণহারে টিকিট ক্যানসেল হয়নি বলেও জানিয়েছে তারা।
এনএ/