জাফলং পিয়াইন নদীর নয়াবস্তি সংলগ্ন এলাকায় নৌকা থেকে পানিতে পড়ে এক তরুণ নিখোঁজের খবর পাওয়া গেছে।
সোমবার (২ জুন) সকাল ১০ টার দিকে নৌকা থেকে পানিতে পড়লে নৌকার অপর ব্যাক্তিরা তাকে উদ্ধার করতে পারেনি। নিখোঁজ তরুণ গোয়াইনঘাট উপজেলার ১১ নং মধ্যে জাফলং ইউনিয়নের বাউরবাগ গ্রামের করম আলীর ছেলে পাভেল আহমদ (২২)।
স্থানীয় বাসিন্দারা জানান, পাবেল মৃগী রোগে আক্রান্ত ছিলো, তাই পানিতে পড়লে তাকে উদ্ধার করা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার উৎসব কর্মকার জানান, নিখোঁজ তরুনকে উদ্ধারে ফায়ার সার্ভিস এর একাধিক টিম কাজ করছে, তবে কেন বা কিভাবে নিখোঁজ হলো তা তদন্ত করা হচ্ছে।
পড়ুন: সিলেটের জাফলংয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান
দেখুন: সিলেট সীমান্তে প্রায় ৬কোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ
এস


