জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতকের (সম্মান) আবেদন শুরু আগামী ১ জানুয়ারি। এবং আবেদন চলবে ২১ জানুয়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কেন্দ্রীয় ভর্তি পরিচালনার কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার আবেদন ১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে শেষ হবে ২১ জানুয়ারি রাত ১২টায়। ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ৯ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘‘এ’’ ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ, বি ইউনিটের অধীন সমাজবিজ্ঞান ও আইন অনুষদ, সি ইউনিটের অধীন কলা ও মানবিকী অনুষদ, সি-১ ইউনিটে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ, ডি ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদ, ই ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদ, এফ ইউনিটের অধীনে আইন অনুষদ, জি ইউনিটের অধীনে ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এইচ ইউনিটের অধীনে ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি এবং আই ইউনিটের অধীনে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট ju-admission.org ওয়েবসাইটে পাওয়া যাবে।
এবার জাবিতে মোট ১০ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় ‘‘এ’’, ‘‘বি’’, ‘‘সি’’ ও ‘‘ডি’’ ইউনিটের প্রতিটির জন্য আবেদন ফি ৯০০ টাকা, ‘‘ই’’ ইউনিটের জন্য ৭৫০ টাকা, ‘‘সি-১’’, ‘‘এফ’’, ‘‘জি’’ ও ‘‘এইচ’’ ইউনিটের জন্য ৬০০ টাকা এবং ‘‘আই’’ ইউনিটের জন্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে সৈয়দ মোহাম্মদ আলী রেজা নাগরিক টিভিকে বলেন, এবার ফ্যাকাল্টি এবং ইন্সটিটিউট ভিত্তিক আলাদা পরীক্ষা নেওয়া হবে। মোট ১০টি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১লা জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতি বছরের মতো এবছরও দ্বিতীয়বার ভর্তি প্রত্যাশীদের জন্য বহাল থাকছে পরীক্ষা দেওয়ার সুযোগ, এছাড়াও কিছু ইউনিট ভিত্তিক ক্রাইটেরিয়া কমিয়ে আনা হয়েছে। ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ শুক্র ও শনিবার ব্যতীত ৯ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি।
এনএ/