28 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাবিতে প্রশাসনিক ভবন থেকে মুজিবের ছবি অপসারণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসনিক ভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর একটায় প্রশাসনিক ভবনে ঘুরে ঘুরে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এসময় ভবনের কাউন্সিলর কক্ষ থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলেন তারা। 

এসময় ‘মুজিববাদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘মুজিবের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘মুজিববাদের ঠিকানা, এই বাংলায় হবে না’ স্লোগান দেন শিক্ষার্থীরা।

মুজিবের ছবি অপসারণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক তৌহিদ আহমেদ সিয়াম বলেন, হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা এই দেশ থেকে খুনি-ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি। খুনি হাসিনা যাকে পুঁজি করে, যার আদর্শ পুঁজি করে সারা দেশে ফ্যাসিস্টের জন্ম দিয়েছিলো সেই ফ্যাসিস্টের সবচেয়ে বড় ভগবান ছিলো ফ্যাসিস্ট মুজিব।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন

তার মতে, এই বাংলাদেশে ফ্যাসিস্ট মুজিবের ঠিকানা হবে না সেই জায়গা থেকে আমরা দেখেছি রাষ্ট্রীয় পর্যায় থেকে মুজিবের ছবি সরানো হয়েছে। সেই থেকে আমরা বলেছিলাম যে জাহাঙ্গীরনগরে কোনো মুজিবের ছবি থাকবে না। সেই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে মুজিবের ছবি সরানোর মাধ্যমে আমরা মুজিব মুক্ত করেছি। 

টিএ/

আরও পড়ুন: প্রশাসনিক কাজ শুরু না হওয়া পর্যন্ত ট্রাফিক দেখবেন শিক্ষার্থীরা

দেখুন: হুমায়ুন আহমেদের জন্মদিনে নুহাশপল্লীতে ভক্তদের শুভেচ্ছা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন