21 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাবি ছাত্রী নিহতের ঘটনায় বহিষ্কৃত চার কর্মকর্তা-কর্মচারীকে স্বপদে ফেরানোর দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রিকশা দুর্ঘটনায় প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম রাচি’র মৃত্যুতে বহিষ্কার হওয়া জাবির চার কর্মকর্তাকে আগামী ২৪ নভেম্বরের মধ্যে স্বপদে ফেরানোর দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের তিন সংগঠন অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এক আবেদনপত্রে এই দাবি জানায় তারা।

আবেদনপত্রে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে ১৯ নভেম্বর সন্ধ্যায় ঘটে যাওয়া মর্মান্তিক অটো রিকশা দুর্ঘটনায় মার্কেটিং বিভাগের ৫৩ তম ব্যাচের শিক্ষার্থী আফসানা করিম রাচি’র নির্মম মৃত্যুতে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন গভীরভাবে শোক প্রকাশ করছে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। সেই সাথে মার্কেটিং বিভাগের পরিবারের পক্ষ থেকে উপাচার্য বরাবর দেয়া ১১ দফা দাবির সাথে অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন একমত পোষণ করছে। উক্ত দাবি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছে। ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার প্রেক্ষিতে অফিসার সমিতির ২ জন সম্মানিত কর্মকর্তা ও কর্মচারী সমিতির ২ জন কর্মচারীকে বিনা অপরাধে সাময়িক বহিস্কার করায় অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করছি।

আগামী ২৪ নভেম্বরের মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে এতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য প্রক্টর অফিস প্রক্টোরিয়াল বডির অঞ্চলভিত্তিক ডিউটি রোস্টার আছে। উক্ত রোস্টার অনুযায়ী নতুন কলা ভবন ও শহীদ মিনার অঞ্চলের একজন সহকারী প্রক্টরের দায়িত্ব ছিল। কিন্তু প্রশাসন বৈষম্যমূলকভাবে শুধুমাত্র কর্মকর্তা ও কর্মচারীগণ বিভিন্ন দায়িত্ব থাকার কারণে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে, যা কর্মকর্তা ও কর্মচারীদের সাথে সুবিচার করা হয়নি। আগামী ২৪ তারিখের মধ্যে ২ জন সম্মানিত কর্মকর্তা ও ২ জন সম্মানিত কর্মচারীর সাময়িক বহিস্কারদেশ প্রত্যাহারের জন্য জোর দাবি জানাচ্ছি। অন্যথায় অফিসার সমিতি কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়নের যৌথ সাধারণ সভার মাধ্যমে পরবর্তী কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এ বিষয়ে সাময়িক বরখাস্ত হওয়া এস্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার ও অফিসার সমিতির সভাপতি আব্দুর রহমান বাবুল বলেন, কোনো মৃত্যুই কাম্য নয়। আফসানা রাচির অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে তার পরিবারের প্রতি অমার সমবেদনা। শিক্ষার্থীদের করা সকল দাবির সাথে আমরা একাত্মতা পোষণ করছি। কিন্তু আরেকটি বিষয়ও বলা দরকার, আসলে বিশ্ববিদ্যালয়ের উপচার্য যে নির্দেশনা দেন এস্টেট অফিস কেবল তা পালন করে মাত্র। একসময় ছাত্রদের দাবির প্রেক্ষিতেই ব্যাটারিচালিত রিকশা চালু করা হয়েছিল। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার বিষয় দেখার জন্য নিরাপত্তা শাখাও আছে। তাই আমাকে কোনোরূপ পূর্বনোটিশ না দিয়ে বহিষ্কার করা অন্যায় হয়েছে বলে মনে করি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান বলেন, আবেদনপত্রটি এখনো হাতে পাইনি। আগামী কর্মদিবসে হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

উল্লেখ্য যে, গত ১৯ (নভেম্বর) মঙ্গলবার জাবির নতুন কলাভবনের সামনে বেপরোয়া রিকশার ধাক্কায় নিহত হন ৫৩ তম ব্যাচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচি। এ ঘটনায় শিক্ষার্থী দাবির মুখে সাময়িক বরখাস্ত করা হয় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (এস্টেট -১) আব্দুর রহমান বাবুল, নিরাপত্তা কর্মকর্তা রাসেল মিয়া, সহকারী সুপারভাইজার আব্দুস সালাম ও ডিউটি গার্ড মনসুর রহমান প্রামাণিক।

টিএ/

পড়ুন: জাবিতে প্রশাসনিক ভবন থেকে মুজিবের ছবি অপসারণ

দেখুন: প্রভাব বাড়াতে সৌদিতে চলছে ‘ গ্লোবাল হারমনি’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন