16 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫

জাবি ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনি এবং উপাচার্য কোটা বাতিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২০২৫ সেশনের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা এবং উপাচার্যের জন্য নির্ধারিত কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও পোষ্য কোটাও সংস্কার করা হয়েছে বলে জানানো হয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত এ সভায় উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন), কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক এবং সংশ্লিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

সভায় ১০টি আলাদা ইউনিটে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত থেকে সরে এসে ৭টি ইউনিটে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয় এবং  ভর্তি পরীক্ষায় পাশ নম্বর ৩৩ শতাংশ থেকে বৃদ্ধি করে ৩৫ শতাংশ করা হয়েছে। এছাড়া প্রতিটি বিভাগে ৪ জনের বেশি পোষ্য কোটায় ভর্তি না করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এবছর ভর্তি পরীক্ষায় এ ইউনিটের অন্তর্ভুক্ত গাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদে সাথে যুক্ত হয়েছে ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি। একইসাথে সি ইউনিটের অন্তর্ভুক্ত কলা অনুষদের সঙ্গে যুক্ত হয়েছে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এবং আইন অনুষদ৷ এছাড়া বাকি ইউনিটের ভর্তি পরীক্ষার বিষয় অপরিবর্তিত থাকবে।

এনএ/

আরও পড়ুন: জাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৩ জানুয়ারি, কমেছে আবেদন ফি

দেখুন: সবচেয়ে বড় কোটা হচ্ছে চোর কোটা: ব্যারিস্টার সুমন

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন