বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, জামায়াতে ইসলামকে আমরা প্রতিদ্বন্দ্বী ভাবি না। জায়ামাতের জন্ম পাকিস্তানে। এই উপমহাদেশে জামায়াতের অস্তিত্ব নেই। কারণ তাদের আকিদা ও কর্মকাণ্ড মুনাফিকদের মতো।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা চাঁপাই গ্রামীণ সেচ প্রকল্প প্রাঙ্গণে ভোটকেন্দ্র পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।
বিএনপি নেতা হারুন আরো বলেন, ‘অন্যায়, জুলুম, অত্যাচার করে জনরোষের শিকার হয়ে একটি দল দেশ ছেড়ে পালিয়েছে। এরপর আরেকটি দল নতুন করে ফেসবুকে উত্থান হয়েছে। তারা বিভিন্নভাবে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে। অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে। নির্বাচন অনুষ্ঠান কেন্দ্র করে ধোয়াশার সৃষ্টি করছে।’
আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতের পিআর পদ্ধতির দাবির বিষয়ে এই নেতা বলেন, মানুষ জানেই না পিআর পদ্ধতি কী জিনিস। জামায়াতের লোকজন বলে আল্লাহর আইন চালু করবে। পিআর পদ্ধতি নির্বাচনে আল্লাহর আইন চালু হবে?
আয়োজিত অনুষ্ঠানে গোবরাতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির ব্যানারে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসী, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব তাসেম আলী, গোবরাতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান।
পড়ুন : চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপিতে এগিয়ে হারুন, জামায়াতের প্রার্থী বুলবুল


