জামালপুর জেলার ইসলামপুর ও বকশিগঞ্জ উপজেলায় ছাড়পত্রবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
০১ জানুয়ারি বৃহস্পতিবার যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে ০২টি মোবাইল কোর্টের মাধ্যমে মোট ১০টি ইটভাটায় ১৩ লক্ষ ৩০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে।
ইসলামপুর উপজেলায় পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজোয়ান ইফতেকার এবং বকশিগঞ্জ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আসমা-উল-হুসনা। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব সঞ্জিত বিশ্বাস।
অভিযানকালে ইসলামপুর উপজেলার ০৪টি জিগজ্যাগ ইটভাটা থেকে মোট ৭ লক্ষ ৫০ হাজার টাকা এবং বকশিগঞ্জ উপজেলার ০৬টি জিগজ্যাগ ইটভাটা থেকে মোট ৫ লক্ষ ৮০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট সকল ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব এ. কে. এম. ছামিউল আলম কুরসি উপস্থিত ছিলেন। এছাড়াও পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, ইসলামপুর ও বকশিগঞ্জ থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পড়ুন : শীতের রাতে উষ্ণতায় স্বস্তি পেল জামালপুরের ৫ শতাধিক মানুষ


