জামালপুরে গভীর রাতে জেলা বিএনপির কার্যালয় ও বেসরকারি হাসপাতাল এম এ রশিদে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছে ৪ জন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টায় দুর্বৃত্তরা একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে শহরের সরদারপাড়ায় ওই হাসপাতালে গেয়ে ব্যাপক ভাংচুর ও কর্মচারীদের মারধর করেছে।
এ সময় হাসপাতালের রোগী, চিকিৎসক, নাস, কর্মচারীরা আতঙ্কিত হন। তবে কি কারনে এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন জানান, দুর্বৃত্তরা এম এ রশিদ হাসপাতালে হামলা ভাংচুর করে যাবার সময় জেলা বিএনপির বন্ধ কার্যালয়ে হামলা এবং অস্ত্র প্রদর্শন করে। সিসিটিভি ফুটেজ দেখে আজকের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক। অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামবে জামালপুরবাসী।
খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও জেলা বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
টিএ/