জামালপুরে বাজার বন্ধ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে শহরের ফৌজদারি চত্ত্বর কৃষি বাজারের ব্যবসায়ীরা। বাজারের জমি নিয়ে বিরোধের জেরে রোববার সকালে তারা জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে এই কর্মসূচি পালন করে।
শহরের ফৌজদারি চত্ত্বরে নাওভাঙা মৌজায় পুরাতন ব্রহ্মপুত্র নদের বুকে জেগে উঠা জমি ও শহর রক্ষা বাঁধের উপর গড়ে ওঠে এই কৃষি বাজার। ব্যবসায়ীদের অভিযোগ, নদের বুকে গড়ে উঠা বাজারের জমি খাস খতিয়ানের হলেও স্থানীয় পাথালিয়া গ্রামের মৃত মোজাম্মেল হকের পুত্র জাহাঙ্গীর আলম শনিবার শেডঘর উত্তোলন করে। এতে বাজারের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটায় ব্যবসায়ীরা ক্ষুব্ধ হন। রোববার সকালে বাজার কমিটির সভাপতি নুর ইসলামের নেতৃত্বে ব্যবসায়ীরা সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা শেড ঘরটি উচ্ছেদের দাবি জানান।
অপরদিকে অভিযুক্ত জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ক্রয়সূত্রে ২ একর ৯ শতক জমির মালিক তারা। জমিটি খাস খতিয়ানে গেলে তারা আদালতে মামলা দায়ের করেন। ২০২২ সালের ১২ জুন জামালপুরের যুগ্ম জেলা জজ প্রথম আদালত তাদের পক্ষে ডিক্রী প্রদান করেছে। ওই বাজারে আগে থেকেই তার ব্যবসা প্রতিষ্ঠান আছে। বাজার কমিটির অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।
দুই পক্ষের বিরোধে বাজার বন্ধ থাকায় বিপাকে পড়ে কৃষি পণ্য বিক্রেতা এবং সাধারণ ক্রেতারা।
শহরের প্রাণকেন্দ্রে গড়ে উঠা বাজারটির কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী।
পড়ুন- দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবি দিবসে অফিসারদের অনুপস্থিতি নির্বাহী কর্মকর্তার ক্ষোভ
দেখুন- কেরানীগঞ্জে বহুতল ভবনে ভয়াবহ অ/গ্নি/কা/ণ্ড: উদ্ধার ৪৫


