নিরাপদ পানির অভাব দূরীকরণ এবং জনস্বাস্থ্যের উন্নয়নে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে জামালপুর সদর উপজেলার ৬২টি দুস্থ পরিবারের কাছে টিউবওয়েল ও প্রয়োজনীয় স্থাপন সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকালে দোস্ত এইড কনফারেন্স সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকী। তিনি বলেন, “অবহেলিত মানুষের কল্যাণে দোস্ত এইড যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। বিশুদ্ধ পানি নিশ্চিত করা জনস্বাস্থ্যের জন্য অপরিহার্য। এ প্রকল্প গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে।”
বিশেষ অতিথি উপজেলা সমাজসেবা অফিসার শাহাদৎ হোসেন বলেন, দরিদ্র পরিবারের জন্য সুপেয় পানি আজকের সময়ের সবচেয়ে বড় চাহিদা। এ উদ্যোগ কেবল উন্নয়নমূলক নয়, বরং মানবিক দায়বদ্ধতার অনন্য প্রকাশ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব একাউন্টস অ্যান্ড এডমিন কহিনুর আলম চৌধুরী। তিনি বলেন, “আমরা শুধু টিউবওয়েল বিতরণ করছি না, প্রতিটি স্থাপনের সঙ্গে সুদৃশ্য প্লাটফর্ম নির্মাণ করছি, যাতে পরিবারগুলো দীর্ঘমেয়াদে নিরাপদ পানি ব্যবহার করতে পারে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন দোস্ত এইডের প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস, আইটি ম্যানেজার সম্রাট বাবর, একাউন্টস এসিস্ট্যান্ট ম্যানেজার মাজহারুল ইসলামসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
প্রকল্প আয়োজকরা জানান, প্রতিটি টিউবওয়েল স্থাপনের সঙ্গে টেকসই প্লাটফর্ম নির্মাণের মাধ্যমে পানিবাহিত রোগ হ্রাস পাবে এবং স্বাস্থ্যকর জীবনযাপন সহজ হবে।
স্থানীয় উপকারভোগীরা দোস্ত এইডের উদ্যোগকে জীবনের জন্য আশীর্বাদ হিসেবে বর্ণনা করেছেন। তাদের মতে, বিশুদ্ধ পানি নিশ্চিত হলে দৈনন্দিন জীবনের কষ্ট অনেকটাই কমবে।
উল্লেখ্য, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির নেতৃত্বে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী দেশের প্রান্তিক ও অসহায় মানুষের জন্য শিক্ষা সহায়তা, বৃত্তি প্রদান, পানি-স্যানিটেশন, খাদ্য ও ত্রাণ বিতরণ, প্রতিবন্ধী পুনর্বাসন, বিনামূল্যে ছানি অপারেশন, কুরবানির মাংস বিতরণ, গৃহ নির্মাণ, মসজিদ ও মাদ্রাসা নির্মাণসহ নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম দীর্ঘদিন ধরে সফলভাবে বাস্তবায়ন করছে।
পড়ুন: নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা
দেখুন: উচ্ছেদ অভিযান ব্যর্থ, দুমকিতে বহাল তবিয়তে ইট ভাটা!
ইম/


