বাংলাদেশ রেলওয়ে কোরবানির পশু পরিবহনের জন্য জামলপুরে টু ঢাকা লাইনে চালু করেছে ক্যাটল ট্রেন। ঝুঁকি মুক্তভাবে কোরবানির পশু বিক্রির উদ্দেশ্যে নির্বিঘ্নে গন্তব্যে পাঠানোর ব্যাবস্থা হওয়ায় খুশি খামারীরা।
যমুনা ও ব্রহ্মপুত্র বিধৌত জামালপুর জেলা। এ জেলার প্রত্যন্ত চরাঞ্চলে প্রচুর গবাদি পশু পালিত হয়। কিন্তু অঞ্চলটি থেকে কোরবানির পশু পরিবহন করা ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। তাই বাংলাদেশ রেলওয়ে এ লাইনে চালু করেন ক্যাটল ট্রেন।
বুধবার বিকালে একটি ট্রেন ৪শত গরু নিয়ে ইসলামপুর রেলওয়ে স্টেশন হতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। প্রতিটি গরু ৫শ টাকায় ভাড়ার বিনিময়ে নিরাপদ ও ঝুঁকিমুক্তভাবে পরিবহন করতে পেরে খুশি পশু মালিকরা।
প্রতি বছর এ সার্ভিসটি চলমান রাখার আশ্বাস দেন রেলওয়ে কর্মকর্তারা।
পশু মালিকরা নিজ নিজ ঠিকানায় ফেরত যাক এমন প্রত্যাশা সবার।