19 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

জার্মান তরুণরা বেশিরভাগই রাজনীতিতে আগ্রহী নয়

জার্মানির তরুণ সমাজ রাজনীতিতে সংযুক্ত হওয়ার তেমন কোনো উপকারিতা দেখেন না। তারা মনে করেন, রাজনীতিবিদরা তাদের সমস্যাকে যথেষ্ট গুরুত্ব দেন না। সাম্প্রতিক এক জরিপের মাধ্যমে এই তথ্য জানা গেছে।

বার্টেলসমান ফাউন্ডেশনের জন্য করা এই জরিপে ১৬ থেকে ৩০ বছর বয়সী দুই হাজার ৫০০ জনের মতামত নেওয়া হয়। জরিপের মাধ্যমে জানা গেছে, ৩৮ শতাংশ তরুণের রাজনীতির প্রতি অবিশ্বাস রয়েছে এবং এদের মধ্যে এক তৃতীয়াংশ খানিকটা হতাশ।

এছাড়া প্রায় ৪০ শতাংশ তরুণ মনে করেন, রাজনীতির মাধ্যমে সামাজিক অবস্থা বদলানো সম্ভব নয় এবং প্রতি দুইজনের মধ্যে একজন তরুণ বিশ্বের বাকি সমস্যাগুলো নিয়ে হতাশ।

মাত্র ৮ শতাংশ তরুণের ধারণা, রাজনৈতিক দল তাদের মতামত গুরুত্ব দেবে। এ ছাড়া জরিপে ৬১ শতাংশ তরুণ জানিয়েছেন, তাদের মতে গণতন্ত্রই সবচেয়ে ভালো শাসন ব্যবস্থা, তবে এর কিছু দুর্বলতা রয়েছে। 

এছাড়াও জরিপে অংশগ্রহণকারী প্রায় অর্ধেক তরুণ বলেছেন, ভোট দেওয়ার বাইরে রাজনীতিতে তরুণদের অংশগ্রহণের যথেষ্ট সুযোগ নেই এবং রাজনীতিতে যুক্ত হওয়ার পথে অনেক বাধা রয়েছে।

এনএ/

আরও পড়ুন: জার্মান বুন্দেসলিগায় লেভারকুসেনের প্রথম শিরোপা জয়

দেখুন: জার্মানিতে যে পাঁচটি স্থান না দেখলেই নয়

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন