32 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

জার্মানির ম্যানহেইম শহরে গাড়ির আঘাতে ২ জন নিহত, ২৫ জন আহত

জার্মানির পশ্চিমাঞ্চলীয় ম্যানহেইম শহরে সোমবার জনতার ভিড়ের মধ্যে গাড়ির ধাক্কায় দু’জন নিহত হয়েছেন এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, প্যারেডপ্ল্যাটজ স্কয়ার থেকে ওয়াটার টাওয়ারের দিকে যাচ্ছিলেন লোকজন, তখন একটি কালো রঙের প্রাইভেটকার দ্রুত গতিতে তাদের ওপর আঘাত করে। ঘটনাস্থল থেকে পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করেছে, তবে এটি দুর্ঘটনা না হামলা ছিল, তা নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ ঘটনায় জার্মানির পুলিশ জানিয়েছে,

আটককৃত গাড়িচালক একাই এই কাজ করেছে। তাঁর বয়স ৪০ বছর এবং তিনি জার্মানির রাইনল্যান্ড-প্যালাটিনেট রাজ্যের বাসিন্দা। ঘটনার পর পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ম্যানহাইম বিশ্ববিদ্যালয় হাসপাতাল জানায়, তারা তিনজন আহতকে চিকিৎসা দিয়েছে, এর মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশু রয়েছে। অন্যান্য হাসপাতালে আরও কেউ চিকিৎসা নিচ্ছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর এলাকায় বড় ধরনের কোনো হুমকির আশঙ্কা নেই। তবে এ ঘটনার পটভূমি ও হামলার কারণ সম্পর্কে জানতে পুলিশ কঠোরভাবে তদন্ত চালাচ্ছে। পুলিশ মুখপাত্র স্টেফান উইলহেলম বলেন, হামলাটি একটি ‘দুর্ঘটনা’ হতে পারে, তবে তদন্তের মাধ্যমে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

এটি প্রথমবার নয়, গত কয়েক মাসে জার্মানিতে জনতার ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ডিসেম্বরে ম্যাগডেবুর্গে এবং গত মাসে মিউনিখে এমন প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। যদিও বর্তমানে এই ঘটনা সম্পর্কে তদন্ত চলছে, তবে এর সঙ্গে জার্মানির কার্নিভাল উদযাপনের কোনো সম্পর্ক রয়েছে কিনা, তা এখনো স্পষ্ট নয়।

এদিকে, বাডেন-উর্টেমবার্গ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী থমাস স্ট্রোবল বলেন, চালক ইতিমধ্যে আটক হয়েছেন এবং পুলিশ এই ঘটনার পুরো বিবরণ উদঘাটনের জন্য কঠোর পরিশ্রম করছে। তিনি আরও বলেন, এটি এক ধরনের শোকজনক ঘটনা, এবং তাদের উদ্দেশ্য হল সত্য উদঘাটন করা।

এ ঘটনার পর থেকে ম্যানহেইম শহরের স্থানীয় জনগণের মধ্যে আতঙ্কের সৃষ্টি হলেও, কর্তৃপক্ষ আশা করছে যে, পুলিশের তৎপরতার কারণে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

পড়ুন : এবারের ইউরোকাপ জার্মানির হাতেই দেখছেন সমর্থকরা

দেখুন : ইউনেস্কো ওয়ার্ড হেরিটেজ স্বীকৃত জার্মানির প্রথম স্থাপনা! 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন