ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নির্বাহী কমিটির নির্বাচন চলাকালীন সাংস্কৃতিক উপকমিটিতে সদস্য সচিব এবং কুমিল্লা মহানগরের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক জাবেদ আহমেদ কিসলু।
সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সহযোগী অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বিভিন্ন উপ-কমিটি গঠন করেছে। এরই ধারাবাহিকতায় নির্বাচনকালীন গণসংযোগে সাংস্কৃতিক উপ-কমিটি গঠন করেছে সংগঠনটি।
সংগঠনের আহ্বায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন স্বাক্ষরিত ৭৩ সদস্য বিশিষ্ট এই উপ-কমিটির মেয়াদ আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। কমিটিতে অভিনেতা হেলাল খানকে আহ্বায়ক এবং গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক জাবেদ আহমেদ কিসলুকে সদস্য সচিব করা হয়েছে।
দায়িত্ব পাওয়ার পর জাবেদ আহমেদ কিসলু জানান, সাংস্কৃতিক সকল টিমকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও চেতনা ধারণ করে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী সাংগঠনিক ও সাংস্কৃতিক কার্যক্রম এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন তিনি। এ উপলক্ষে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পড়ুন : কিংবদন্তি পাকিস্তানি শিল্পী আবিদা পারভীনের মৃত্যু নিয়ে যা জানাল পরিবার


