১৫/০১/২০২৬, ৪:৪৫ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৫/০১/২০২৬, ৪:৪৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জিআই স্বীকৃতি পেল নরসিংদীর ফল লটকন

অমৃত সাগর কলার পর এবার ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি পেয়েছে নরসিংদীর জনপ্রিয় ফল লটকন। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে নরসিংদীর জেলা প্রশাসক মো: রাশেদ হোসেন চৌধুরীর হাতে জিআই পণ্যের স্বীকৃতিস্বরুপ সনদ তুলে দেয়া হয়।

বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির (রাষ্ট্রিয় অতিথিভবন সুগন্ধায়) ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের নিবন্ধন সনদ প্রদান অনুষ্ঠানে নরসিংদীর লটকনকে নিবন্ধিত ঘোষণা করায় আনন্দ প্রকাশ করেছে নরসিংদীর প্রশাসনসহ সর্বস্তরের মানুষ।

বিজ্ঞাপন


এর আগে ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি) সহযোগিতায় ২০২৩ সালেই ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করেছিল নরসিংদী জেলা প্রশাসন। দীর্ঘ পর্যালোচনার পর নরসিংদীর লটকনকে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এই ফলটি নরসিংদী জেলার একটি ঐতিহ্যবাহী ফলের পাশাপাশি স্বাদে-গন্ধে ও পুষ্টি সমৃদ্ধ হওয়ায় সর্বস্তরের মানুষের পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে। পাশাপাশি বশে কয়েক বছর ধরে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে এই ফল। তাছাড়া গত বছর নরসিংদীর অমৃত সাগর কলাকে জিআই স্বীকৃতি দেয়া হয়।

পড়ুন : রায়পুরার চরাঞ্চলকে শান্ত রাখতে নতুন থানা বাস্তবায়নের দাবীতে জনসমাবেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন