ময়মনসিংহ জিলা স্কুল এক্স-স্টুডেন্টস স্পোর্টস ক্লাবের উদ্যোগে পথচারী ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শনিবার (২২ মার্চ) ময়মনসিংহ জিলা স্কুল প্রাঙ্গণ এবং শহরের অন্যতম ব্যস্ততম এলাকা গাঙ্গিনাপারে এই আয়োজন করা হয়।

ইফতার বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম। এছাড়া সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ.কে.এম শফিকুল ইসলাম (১৯৬৩ ব্যাচ), ময়মনসিংহ মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী (১৯৭১ ব্যাচ), ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন বাবলু (১৯৮১ ব্যাচ), মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামিম আজাদ (১৯৮৭ ব্যাচ), ময়মনসিংহ মহানগর যুবদলের প্রতিষ্ঠা কালীন সভাপতি ১৯৮৯ ব্যাচের প্রাক্তন ছাত্র মোজাম্মেল হক টুটু এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন (১৯৯১ ব্যাচ)।

ক্লাবটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম শাহরিয়ার শরিফ (১৯৯১ ব্যাচ), সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী রাসেল (১৯৯৫ ব্যাচ), প্রশাসনিক সম্পাদক শরিফুজ্জামান সোহেল (১৯৯৫ ব্যাচ), যুগ্ম প্রচার সম্পাদক মো. আমিনুল হক রিপন (১৯৯৫ ব্যাচ), সাংগঠনিক সম্পাদক মো. হাবিব উল্লাহ বাবু (২০০০ ব্যাচ), ক্রীড়া সম্পাদক আরিফুজ্জামান রবিন (২০০০ ব্যাচ) সহ অন্যান্য সদস্যরাও ইফতার বিতরণ কার্যক্রমে অংশ নেন।
এই আয়োজনে প্রায় ৬০০ জনের বেশি পথচারীর মাঝে ইফতার বিতরণ করা হয়। এ সময় স্কুলটির প্রধান শিক্ষক আব্দুস সালাম সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য দোয়া পরিচালনা করেন।

জিলা স্কুল এক্স-স্টুডেন্ট স্পোর্টস ক্লাবের ইফতার বিতরণ
২০১৬ সালে প্রাক্তন ছাত্রদের নিয়ে প্রতিষ্ঠিত ময়মনসিংহ জিলা স্কুল এক্স-স্টুডেন্টস স্পোর্টস ক্লাব গঠন হওয়ার পর থেকেই বিভিন্ন সামাজিক কর্মকান্ড মূলক কার্যক্রমের আয়োজন সহ প্রাক্তন ছাত্রদের নিয়ে নানা ধরনের সেবামূলক ও জনসচেতনতা কর্মকান্ডের আয়োজন করে প্রশংসা কুড়িয়েছে চলেছে।

সংগঠনটি ইতিমধ্যেই স্কুলের প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা সহ প্রাক্তন ছাত্রদের চিকিৎসার জন্যে আর্থিক সহযোগিতা, প্রাক্তন কর্মচারীদের পরিবার কে করোনাকালীন সময় থেকে শুরু করে প্রতি ঈদেই ঈদ উপহারসামগ্রী প্রদান, আর্থিকভাবে অসচ্ছল মেধাবী ছাত্রদের পড়াশোনার খরচ প্রদান সহ প্রাক্তন ছাত্রদের নিয়ে আনন্দ আয়োজন, পরিবারের সদস্যদের নিয়ে ফ্যামিলি ডে প্রোগ্রাম ও বিভিন্ন টুর্নামেন্ট সফলতা ও প্রশংসার সাথে আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায় সংগঠনটি ময়মনসিংহ জিলা স্কুল গেইটের সামনে ও শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা গাঙ্গিনাপারে পথচারী ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছে।
দেখুন: ময়মনসিংহ জিলা স্কুল এক্স স্টুডেন্টস স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট |