গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে আজ অনুষ্ঠিত হয়েছে জুমার নামাজের জামাত। এতে অংশ নিয়েছেন লাখো মুসল্লি।
আজ শুক্রবার (৩১ জানুয়ারী) দুপুর ১টা ৫১ মিনিটে জুমার নামাজের জামাত শুরু হয় এবং তা শেষ হয় ১টা ৫৬ মিনিটে। এতে ইমামতি করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের সাহেব।

গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর তীরে দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চলের লাখ লাখ মানুষ বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছেন।
এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ ফজর বাংলাদেশের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। চলবে রবিবার পর্যন্ত। ওইদিন আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

এবারের ৫৮তম ইজতেমায় এখন পর্যন্ত ৭২টি দেশের ২ হাজার ১৫০ জন বিদেশি মেহমান এসেছেন।
এনএ/