১৫/০১/২০২৬, ১৫:১৮ অপরাহ্ণ
22 C
Dhaka
১৫/০১/২০২৬, ১৫:১৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নরসিংদীতে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে নরসিংদীতে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিংয়ের আয়োজন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নরসিংদী জেলা শাখা।

বৃহস্পতিবার (০৩ জুলাই) দিনব্যাপী পৌর শহরের সাটিরপাড়ার রজনীগন্ধা চত্বরে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

ড্যাব নরসিংদী জেলা শাখার সভাপতি ডা. এম.এস.এস. হাসান আল জামীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও নরসিংদী জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. নরুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আবু সালেহ চৌধুরী, হারুন-অর-রশিদ, এ.কে.এম. গোলাম কবির কামাল (সাবেক জি.এস.), ফারুক উদ্দিন ভূঁইয়া, ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ (সাবেক এ.জি.এস.), ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মাহামুদ হোসেন চৌধুরী সুমন (সাবেক এ.জি.এস.), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোকাররম হোসেন ভূঁইয়া ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি,সহ নরসিংদী জেলা ড্যাবের সকল ডাক্তারগণ।

এ সময় নরসিংদী জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. নরুল্লাহ আল মাসুদ স্বেচ্ছায় রক্তদান করে কর্মসূচির উদ্বোধন করেন।

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন—আবু সাঈদ তাহমিদসহ সকল শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, তা চূড়ান্ত বিজয় নয়। এ বিজয়ের মাধ্যমে আমরা একটি মুক্ত পরিবেশ পেয়েছি। আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠা হবে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে—সে দিনই আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হবে।”

“নির্বাচন ছাড়া গণতন্ত্রের চূড়ান্ত বিজয় অর্জন সম্ভব নয়, তাই আগামী দিনে নির্বাচনের পরবর্তীতে আমাদের বিজয় অর্জিত হবে এবং শহীদদের রক্ত সার্থক ও সফল হবে।”

বিজ্ঞাপন

পড়ুন : জুলাই-আগস্টের শহীদ ও আহতদের স্মরণে নরসিংদী জামায়াতের দোয়া অনুষ্ঠান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন