১৪/০১/২০২৬, ২১:৪০ অপরাহ্ণ
20 C
Dhaka
১৪/০১/২০২৬, ২১:৪০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জুলাই গণঅভ্যুত্থানের সাহসী কলম সৈনিক সাংবাদিক তানবির শাহরিয়ারের জামিন মঞ্জুর

জুলাই গণঅভ্যুত্থানের সাহসী কলম সৈনিক, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও উখিয়া নিউজ টুডে-এর সম্পাদক সাংবাদিক তানবির শাহরিয়ারের জামিন মঞ্জুর করেছেন আদালত।

গত ৮ সেপ্টেম্বর কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় সাংবাদিক তানবির শাহরিয়ারকে গ্রেপ্তারের পর উখিয়া ও কক্সবাজারে সাংবাদিক সমাজের উদ্যোগে পৃতক পৃতক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উখিয়া ও কক্সবাজারের সর্বস্তরের সাংবাদিক, বৈষম্যবিরোধী ছাত্রপ্রতিনিধি, ছাত্রদল-শিবিরসহ রাজনৈতিক ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন। তারা মিথ্যা মামলায় সাহসী এই কলম সৈনিকের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

কারাগার থেকে মুক্তি ৮ দিন পর পেয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত তানবির শাহরিয়ার বলেন, “এইতো মাত্র ক’দিন জেলে ছিলাম, ফাঁসি তো আর দেয়নি! তাতে কী হয়েছে? কলম চলবে অন্যায়ের বিরুদ্ধে।”

সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, “এই দুঃসময়ে আমি যা পেয়েছি, তা অকল্পনীয়। আমার সহকর্মীরা, দেশ-বিদেশের সাংবাদিক সমাজ, দলমত নির্বিশেষে বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও মানবাধিকারকর্মীরা যেভাবে পাশে দাঁড়িয়েছেন, প্রতিবাদ করেছেন—সেজন্য আমি কৃতজ্ঞ। এই ঋণ আমি কোনোদিন ভুলব না।”

বিজ্ঞাপন

পড়ুন : উখিয়ায় ভিন্ন চিত্র: তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সাংবাদিক গ্রেফতার!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন