১৫/০১/২০২৬, ১৭:৩৩ অপরাহ্ণ
25 C
Dhaka
১৫/০১/২০২৬, ১৭:৩৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জুলাই সনদ ও বিচার দাবিতে লালমনিরহাটে এনসিপির মিছিল-সমাবেশ

জুলাই সনদ প্রদান, মৌলিক রাজনৈতিক সংস্কার এবং গণহত্যার বিচারের দাবিতে লালমনিরহাটে মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে জেলা শহরের পৌরসভা সংলগ্ন এমটি হোসেন ইনস্টিটিউট মাঠ থেকে মিছিলটি শুরু হয়। পরে তা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড় চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির লালমনিরহাট জেলা কমিটির প্রধান সমন্বয়কারী রকিবুল হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক রাসেল আহমেদ।

বক্তব্যে রাসেল আহমেদ বলেন, জুলাই সনদ দ্রুত দিতে হবে। মৌলিক সংস্কার ছাড়া কোনো নির্বাচনের রোডম্যাপ জনগণ মেনে নেবে না। জুলাইয়ের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেভাবে মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, সেই গণহত্যার বিচার করতে হবে।

মিছিল-সমাবেশটি সঞ্চালনা করেন জেলা কমিটির সদস্য মুকুল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আখলাক আলী রকি, শাহ সুলতান নাসির উদ্দিন আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

পড়ুন : লালমনিরহাটে গরীব-অসহায় পরিবারগুলোর মাঝে গরুর মাংস বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন