১৪/০১/২০২৬, ৭:১৪ পূর্বাহ্ণ
15 C
Dhaka
১৪/০১/২০২৬, ৭:১৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে কুমিল্লায় জামায়াতের সেমিনার


বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম বলেছেন, “বাংলাদেশের মাটিতে আর যেন কোনো ফ্যাসিবাদ ও স্বৈরাচার না আসে—সে জন্য পিআর (Proportional Representation) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি, জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি ও খুনি ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “অধিকাংশ রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র কাঠামোর সংস্কার করলে তবেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। প্রয়োজনে গণভোটের মাধ্যমে পিআর পদ্ধতি যাচাই করা হোক। জনগণ যদি মানে—আমরাও মানব; যদি জনগণ প্রত্যাখ্যান করে, আমরা জামায়াতও মেনে নেব।”

শুক্রবার বিকাল সাড়ে তিনটায় নগরীর আইটি কনভেনশন হলে কুমিল্লা মহানগর জামায়াত আয়োজিত “পি আর পদ্ধতি ও জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুমিল্লা মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারী মু. মাহবুবর রহমান। প্রবন্ধ উপস্থাপন করেন নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন।

এটিএম মাসুম তার বক্তৃতায় আরও বলেন, “ছাত্র আন্দোলনে বহু শিক্ষার্থী জীবন দিয়েছে, চোখ হারিয়েছে, পঙ্গু হয়েছে—একটি সুন্দর দেশ পাওয়ার আশায়। কিন্তু প্রচলিত নির্বাচন পদ্ধতি কালো টাকার দৌরাত্ম্য, পেশিশক্তি ও ভোট জালিয়াতিকে উৎসাহিত করে। এ কারণে দেশের সম্পদ বিদেশে পাচার হয়, চাঁদাবাজির জন্ম দেয়। তাই আর এই নির্বাচন ব্যবস্থা বাংলার জমিনে দেখতে চাই না।”

তিনি অভিযোগ করেন, “গত ৫৪ বছরে যারা ক্ষমতায় এসেছে, তারা জনগণের ভাগ্যের পরিবর্তন না করে লুটপাট, অনিয়ম ও বিদেশি স্বার্থে দেশকে তুলে দিয়েছে। ফলে জনগণ আজ তাদের প্রতি চরম বিরক্ত। জনগণ এমন শাসকগোষ্ঠী চায় যারা দুঃখ-কষ্ট বুঝবে, উন্নয়নে ভূমিকা রাখবে ও জাতিকে ঐক্যবদ্ধ রাখবে।”

এ সময় সেমিনারে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মু. কামারুজ্জামান সোহেল, কাউন্সিল মোশারফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা, দপ্তর সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, অর্থ সম্পাদক আমির হোসাইন ফরায়েজী, কর্মপরিষদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান, মোহাম্মদ হোসাইন, কাজী নজির আহম্মেদ প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন :গোমতী নদীতে কলাগাছে ভাসিয়ে পাচারের সময় কোটি টাকার মাদক জব্দ কুমিল্লা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন